Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ ফুটবল নিয়ে নাটক ব্যাচেলর ফুটবল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন কাজল আরেফিন। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’। এ নাটকে অভিনয় করেছেন আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতারা। নাটকে তারা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত হয়ে মাঠে খেলতে নেমেছেন। ব্রাজিলের নেতৃত্বে আছেন অভিনেতা জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ব্যাচেলর পয়েন্টের অন্য অভিনেতারা। আর রেফারির ভ‚মিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই। নির্মাতা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল চলাকালীন বাংলাদেশে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবে হাসির এই নাটক নির্মাণ করেছেন। এতে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ