প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আলোচিত নির্মাতা রায়হান রাফি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। খবরটি শুনতেই নড়েচড়ে বসেছেন কিং খানের অনুরাগীরা। কেননা তাদের অনেক দিনের চাওয়া ছিল এটি। ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন কোন নায়িকা— সেই প্রশ্নের উত্তর জানতে তারা উদগ্রীব হয়ে পড়েছেন।
তবে প্রযোজকের নাম প্রকাশ করলেও পোস্টে নায়িকার নাম জানাননি রাফি। এবার সংবাদমাধ্যমের কাছে পরিষ্কার করলেন বিষয়টি। জানালেন এই সিনেমায় শাকিবের সঙ্গে থাকছেন নতুন এক নায়িকা।
ছবিতে শাকিবের বীপরিতে নায়িকা হিসেবে কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, ‘একদম নতুন কাউকে দেখা যাবে। তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন। আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না।’
এদিকে আজ মঙ্গলবার পূজা চেরী নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। এতে অনেকে ধারণা করছেন রাফির সিনেমায় শাকিবের বিপরীতে পূজাই থাকছেন। সেকারণে ক্যাপশনে ভালোবাসা ছড়াচ্ছেন তিনি।
নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি প্রযোজনা করবেন টপি খান। এর আগে শাকিব অভিনীত ‘বসগিরি’ সিনেমাও প্রযোজনা করেছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।