মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই তার শোকাহত বাবার মৃত্যু হয়। এ ঘটনা ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরের। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মৃত যুবকের বাবা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুর খবরে তিনিও সেখানে মৃত্যুবরণ করেন।
ভিরার পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভিরারের গ্লোবাল সিটি কমপ্লেক্সে একটি গারবা অনুষ্ঠানে নাচতে গিয়ে মণীশ নারাপজি সোনিগ্রা নামের ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকটির বাবা ৬৬ বছরের নারাপজি সোনিগ্রা ছেলেকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবা আর স্থির থাকতে পারেননি। তিনি সোজা পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ দুইটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।