বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ৫ ডিসেম্বর দৈনিক ইনকিলাবে ‘হবিগঞ্জে মাহী বি. চৌধুরীর বিরুদ্ধে মামলা’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রতিবাপত্রে বলা হয়, মাহী বি চৌধুরীকে জড়িয়ে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চুনারুঘাট উপজেলার হাকাজড়–া পাহাড়ে নিয়াজপুর মৌজার বিভিন্ন দাগে প্রায় ৬শ’ একর জমির মালিক রামশ্রীগ্রামের সাহেববাড়ির লোকজন।
প্রকৃতপক্ষে মাহী বি. চৌধুরী উক্ত মৌজার মাত্র ৬২ দশমিক ৪৪ একর জমি ক্রয় করার জন্য সম্পত্তির প্রকৃত মালিক এবং ওয়ারিশানগণ যথা: সৈয়দ আবুল বাশার নোমানী ও গিয়াসউদ্দিন গং-এর সাথে বায়না করেন।
উক্ত জমি সংক্রান্ত সকল দলিলাদি এবং কাগজপত্র সঠিক প্রমাণিত হওয়ার পর ৬২ দশমিক ৪৪ একর জমি ক্রয় করার জন্য সৈয়দ আবুল বাশার নোমানী ও গিয়াসউদ্দিন গং-এর সাথে চ‚ড়ান্ত বায়নানামা দলিল সম্পাদন করা হয়। সুতরাং সংবাদে প্রকাশিত ভুয়া মালিক সাজিয়ে মাহী বি. চৌধুরীর জমি ক্রয়ের চেষ্টার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।