Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলও এখন পর্যটন কেন্দ্র! টাকা দিলেই পাবেন বন্দিজীবনের স্বাদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ২:৩৯ পিএম

জেলে বন্দীরা কী করে, কী খায়, কী পরে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। এই কৌতূহলকে হাতিয়ার করেই পর্যটনে জোয়ার আনতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হতে চলেছে বিশেষ জেল ট্যুরিজম। একদিন জেলজীবনের স্বাদ ভোগ করতে খরচ পড়বে মাত্র ৫০০ রুপি।

জেল ট্যুরিজম (আসলে একদিনের জেলবন্দি জীবন ছাড়া আর কিছুই নয়। বন্দিদের মতো জেলে ঢোকার সময় লকারে পোশাক, মোবাইল সব রেখে দিতে হবে। এরপর জেল থেকে পর্যটককে দেওয়া হবে কয়েদির পোশাক। সেই পোশাকই পরতে হবে। সংগ্রহ করতে হবে থালা, কম্বল-সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তা নিয়ে ২৪ ঘণ্টা ছোট্ট একটি কুঠুরিতে থাকতে হবে। ওই কুঠুরি লাগোয়া খোলা শৌচালয়েই সারতে হবে প্রয়োজনীয় কাজ। কারাবন্দিরা সাধারণত যেমন খাবারদাবার খায়, তা-ই দেয়া হবে। ওই খাবারই খেতে হবে পর্যটকদের।

একদিন কাটাতে পারলে ভাল। আর যদি কেউ কয়েকঘণ্টা থাকার পরই হাঁফিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। তবে সেক্ষেত্রে ৫০০ রুপি আর ফেরত পাবেন না। পরিবর্তে জরিমানা হিসাবে নিয়ে নেয়া হবে ৫০০ রুপি। আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা নেদারল্যান্ডেও কারাবন্দিদের জীবন উপভোগ করার সুযোগ সুবিধা রয়েছে। পর্যটনে জোয়ার আনতে ঠিক একই উদ্যোগ উত্তরাখণ্ড সরকারের। ১৯০৩ সালে তৈরি হওয়া হলদোয়ানি সংশোধনাগার একটি অস্ত্রাগারও সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

তবে কারও কারও দাবি, শুধু পর্যটনে জোয়ার আনা উদ্দেশ্য নয়। জ্যোতিষবিদদের কথা মাথায় রেখেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বহু জ্যোতিষীই মনে করেন, জেলের খাবার এক রাত খেলেই কিংবা কিছু সময় কাটালে কাটতে পারে গ্রহের দোষ। যারা গ্রহের দোষ কাটাতে চান, তাদের কাছে জেল ট্যুরিজম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ