Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারিকেনে বিধ্বস্ত ফ্লোরিডায় যাচ্ছেন জো বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:১৯ পিএম

হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডায় পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন, বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি ইয়ান। ঝড়োর তাণ্ডবে এখন পর্যন্ত ৪৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
হারিকেন আঘাত হানার পর শনিবারও রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে। এর আগে বুধবার ফ্লোরিডার উপকূলে আঘাত হানে ৪ মাত্রার শক্তিশালী হারিকেন। এতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছেড়ে যাওয়া বাসিন্দারা এখনও ফিরতে পারেনি।
হারিকেনের তাণ্ডবের কারণে ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত ৯ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। সংযোগ স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ