প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারও ওয়েব ফিল্ম নির্মাণ করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। রোমান্টিক গল্পের ওয়েব ফিল্মটিতে নায়কের ভূমিকায় থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। গত বছর তাদের ‘যদি কিন্তু তবুও’ ব্যপক সাড়া ফেলায় আবারও নতুন গল্পে এলেন এই পরিচালক-অভিনেতা জুটি। অপূর্বর সঙ্গে ওয়েব ফিল্মটিতে অভিনয়ে জুটি বেঁধেছেন টিভি নাটকের নতুন মুখ সাদিয়া আয়মান। ‘মায়া শালিক’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা।
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এটা ভিন্ন এক প্রেমের গল্প, যেখানে ভালোবাসার চেয়েও বেশি কিছু দেখানো হবে। রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে এমন জনরায় (রোমান্টিক ফ্যান্টাসি) এর আগে কাজ হয়নি বাংলাদেশে। কাজটি আমাদের তিনজনের জন্যই নতুন ও চ্যালেঞ্জিং ছিল। অপূর্ব ব্যাপক প্রস্তুতি নিয়ে চরিত্রটিতে অভিনয় করেছে। আর গল্পের নায়িকা চরিত্রের জন্য সাদিয়া আয়মানকেই আমার পারফেক্ট মনে হয়েছে, চরিত্রটার জন্য যে রকমটা চাচ্ছিলাম, সে ঠিক তেমনই। সেও তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করেছে।’
একজন অবসরপ্রাপ্ত তরুণ সামরিক কর্মকর্তাকে ঘিরে ‘মায়া শালিক’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে সে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে শহরের কোলাহল থেকে দূরে এমন এক জায়গায় চলে যায়, যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। সেখানে তাকে ঘিরে কিছু অদ্ভুত কর্মকাণ্ড ঘটতে থাকে। অদ্ভুত এক মেয়ের প্রেমে পড়ে সে। মেয়েটিকে ঘিরেও রহস্য ঘনীভূত হতে থাকে। অপূর্ব অভিনয় করেছেন অভি নামের এই সেনা কর্মকর্তার চরিত্রে। আর সারাহ নামের অদ্ভুত সেই মেয়েটির চরিত্রে সাদিয়া আয়মান।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘কাজটি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, অবশেষে সিনেমাটি শেষ করতে পারলাম। নির্মাতা শিহাব শাহীন ও আমার মধ্যে বোঝাপড়াটা ভালো। উনি আমার কাছে কী চাচ্ছেন এবং আমি কী চাইছি, দুজনেই বুঝতে পারি। আশা করছি, একটা সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারব।’
সাদিয়া আয়মান বলেন, ‘কাজটি নিয়ে আমি অনেক এক্সাইটেড। একই সঙ্গে দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। শোবিজে আমার প্রথম কাজটাই ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে, আর এত অল্প সময়েই ওনার সঙ্গে জুটি হওয়ার সুযোগ পাব ভাবিনি। আর শিহাব শাহীনের সঙ্গে কাজ করাটা তো স্বপ্নের মতো।’
জানা গেছে, গত ৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রাম, বাঁশখালী, গাজীপুরসহ ঢাকার আশপাশে। ‘মায়া শালিক’ নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। ডিসেম্বরে প্রচার হতে পারে ওয়েব ফিল্মটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।