Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনাঞ্চলে ভ্যাট আদায়ে লক্ষ্যমাত্রা ১ হাজার ৬৯৮ কোটি টাকা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দেশের উন্নয়ন প্রকল্পে অর্থ জোগান দিতে ভ্যাট আদায়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। চলতি অর্থবছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৯৮ কোটি টাকা। হিমায়িত খাদ্য ও কৃষিপণ্যকে ভ্যাট আদায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমদানি, উৎপাদন, সরবরাহ ও খুচরা বিক্রেতা পর্যায়ে ভ্যাট আদায়ে জোর দেয়া হচ্ছে। ভ্যাট প্রদানে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ শুক্রবার থেকে খুলনায় ভ্যাট সপ্তাহ শুরু হচ্ছে।
কাস্টমস্, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সূত্র জানায়, ফার্নিচার, বেকারি, হোটেল-রেস্তোরাঁ, শপিংমল, মিষ্টির দোকান, আমদানিকারক প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতা পর্যায়ে ভ্যাট আদায়ে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রক্রিয়াজাত পণ্য হস্তান্তর হলে শতকরা ১৫ ভাগ ভ্যাট প্রদান করতে হবে। অঞ্চলের জেলাগুলো হচ্ছেÑ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর ও শরীয়তপুর। এসব জেলা থেকে এ অর্থবছরে এক হাজার ৬৯৮ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের প্রথম তিন মাসে ৫২১ কোটি ৫৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪২৮ কোটি ৭৪ লাখ টাকা আদায় হয়।
যুগ্ম কমিশনার মোহাম্মাদ মাহমুদুল হাসান জানান, গেল অর্থবছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় এক হাজার ২৪৪ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ভ্যাট সপ্তাহ : শুক্রবার সকাল ৯টায় খুলনা কাস্টমস্ হাউজ থেকে শোভাযাত্রা বের হবে। সর্বোচ্চ দশ ভ্যাটদাতার সম্মাননা : উৎপাদন, সেবা ও ব্যবসায় সর্বোচ্চ ভ্যাটদাতা খুলনার খোরশেদ মেটাল ইন্ডাস্ট্রিজ, হোটেল ক্যাসল সালাম, সোনাডাঙ্গার আবুল খায়ের স্টিল, বাগেরহাটের হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হোটেল আল আমিন, ওয়াল্টন প্লাজা, সাতক্ষীরার সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওয়াল্টন প্লাজা ও মাদারীপুরের সিগমা ট্রেডার্সকে সম্মাননা প্রদান করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্যমাত্রা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ