নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নিতে সবার আগে বাংলাদেশে পা রেখেছে ভুটান। শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শেষ করেই বাংলাদেশে এসেছে তারা। ঢাকায় নেমে সাভারের জিরানীস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আবাসিক ক্যাম্প ও অনুশীলন শুরু করছে ভুটান। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে থেকে অতিথি দলগুলোকে আপ্যায়ন করাবে স্বাগতিকরা। ভুটান নির্ধারিত সময়ের অনেক আগে বাংলাদেশে এসে পৌঁছায় তারা নিজেরাই নিজেদের খরচ বহন করছে।
রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বের ‘ই’ গ্রæপের খেলা। এই গ্রæপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রথম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। এদিন বিকালে ইয়েমেন খেলবে ভুটানের বিপক্ষে। ৭ অক্টোবর বিকালে দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের প্রতিপক্ষ ইয়েমেন। সন্ধ্যায় লাল-সবুজরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে মোকাবিলা করবে। ৯ অক্টৈাবর সন্ধ্যায় গ্রæপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ইয়েমেনের বিপক্ষে। এর আগে বিকালে সিঙ্গাপুর নিজেদের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে ১০টি গ্রæপে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দশ গ্রæপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ খেলবে চুড়ান্ত পর্বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।