Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেন সংকটের সঙ্গে চীনের তাইওয়ান সমস্যা যুক্ত ষড়যন্ত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

ইউক্রেন সংকটের সঙ্গে চীনের তাইওয়ান সমস্যাকে যুক্ত করা রাজনৈতিক ষড়যন্ত্র। এ আচরণ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার ইচ্ছামতো লঙ্ঘন এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে রুক্ষ হস্তক্ষেপ।

আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

ওয়াং ওয়েন পিন বলেন, ইউক্রেন বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। চীন সবদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে, জাতিসংঘ সনদ ও নীতিকে সম্মান এবং বিভিন্ন দেশের বৈধ নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপে অবিচল রয়েছে। সংকট সমাধানের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন দেবে বেইজিং।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন শান্তি বৈঠক বেগবান করে আসছে এবং কখনো পাশে দাঁড়িয়ে আগুনে তেল ঢালে না এবং এ সুযোগে অর্থ অর্জন করে না। চীন অব্যাহতভাবে শান্তির পক্ষে পরিস্থিতি শিথিল করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ষড়যন্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ