মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ, তরুণ-তরুনীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে পটুয়াখালী জেলার কুয়াকাটায় ২৬-২৮ সেপ্টেম্বর ২০২২ ‘ইয়ুথক্যান!’ নেতৃত্ব এবং ক্যারিয়ার উন্নয়ন সম্মেলন-২০২২ আয়োজন করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ছিল এ অনুষ্ঠানের শেষ দিন। উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ সাদিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ৭০ জন তরুন- তরুনী অংশগ্রহণ করেন যারা ২০২৪ সালের মধ্যে দক্ষ জনশক্তি হিসেবে প্রস্তুত হবে। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ২০২০ সাল থেকে তরুণ-তরুনীদের জন্য ইয়ুথক্যান! প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের আওতায় এসওএস বাংলাদেশ তরুণদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস তৈরী, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরীতে সাহায্য করে। সম্মেলনে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল ডাইরেক্টর ডা. মো. এনামুল হক ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।