মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বুরকিনা ফাসোর উত্তরে উগ্রবাদী হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ সেনা সদস্য। সোমবার নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
খবর এএফপি’র।
জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লে: কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা ক্ষমতা দখলের পর পশ্চিম আফ্রিকার এ দেশে সহিংসতা অনেক বেড়ে গেছে। ওই সামরিক অভ্যুত্থানে বুরকিনা ফাসোর নির্বাচিত এবং উগ্রবাদীদের লাগাম টেনে ধরার অঙ্গিকার করা নেতা ক্ষমতাচ্যুত হন।
এদিকে প্রতিবেশী দেশগুলোতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সংশ্লিষ্ট উগ্রবাদীদের অস্থিরতা সৃষ্টি করতে দেখা যাচ্ছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাহেল অঞ্চলের গসকিন্দির কাছে চালানো সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গাড়ি বহর ও এসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি সামরিক ইউনিট।
নিরাপত্তা সূত্র এএফপি’কে জানায়, এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের নিহত হওয়ার খবর জানা গেছে এবং এতে বিভিন্ন সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে। সেখানে হামলায় আরো অনেকে আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।