Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসী হামলা, নিহত ৫০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৪:২৮ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত হামলায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। -রয়টার্স ও সিজিটিএন।

দেশটির আঞ্চলিক গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স ও সিজিটিএন। তিনি বলেছেন, মাদজোয়ারির গ্রামীণ এলাকায় বাসিন্দাদের ওপর বুধবার এ হামলার ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী দেশ বেনিন ও টোগো সীমান্তের কাছাকাছি পামা অঞ্চলের নিকটবর্তী একটি শহরে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে তাদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালালে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে বুরকিনা ফাসোতে আরও দু’টি হামলার ঘটনা ঘটে। এর একটিতে ১৭ জন বেসামরিক নাগরিক এবং অন্যটিতে ১১ সেনাসদস্য নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুরকিনা ফাসো

২২ ফেব্রুয়ারি, ২০২২
২৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ