মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত হামলায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। -রয়টার্স ও সিজিটিএন।
দেশটির আঞ্চলিক গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স ও সিজিটিএন। তিনি বলেছেন, মাদজোয়ারির গ্রামীণ এলাকায় বাসিন্দাদের ওপর বুধবার এ হামলার ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী দেশ বেনিন ও টোগো সীমান্তের কাছাকাছি পামা অঞ্চলের নিকটবর্তী একটি শহরে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে তাদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালালে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে বুরকিনা ফাসোতে আরও দু’টি হামলার ঘটনা ঘটে। এর একটিতে ১৭ জন বেসামরিক নাগরিক এবং অন্যটিতে ১১ সেনাসদস্য নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।