পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’ ১৬) শেষে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলোÑ এমবি ফার্মাসিটিক্যালস, সোনালি আঁশ ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৬) শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.৫৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১.৩৮ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫.৩৭ টাকা। এদিকে, জুলাই-সেপ্টেম্বর’১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৩৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩.১৬ টাকা।
পাট খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশ প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৬) শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ০.২৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৯ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২৪.৮৩ টাকা। এদিকে, জুলাই-সেপ্টেম্বর’১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩০.৪২ টাকা (নেগেটিভ)।
বস্ত্র খাতের তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’১৬) শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৮ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৪৫ টাকা। এদিকে, জুলাই-সেপ্টেম্বর’ ১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২৪ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।