Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলা মেডএক্সপোতে ভারতের এমভিএস ইঞ্জিনিয়ারিং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল, সার্জিক্যাল, হসপিতাল ইকুয়েপমেন্ট এবং ডায়াগনস্টিক পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলা মেডএক্সপ্রো। আজ (বৃহস্পতিবার) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়ে চলবে আগামী শনিবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত।

এতে বিশ্বের ১৫টি দেশের আড়াই হাজারের বেশি স্বাস্থ্য পেশাজীবী, ৬৫০টি ব্র্যান্ড, ৬ হাজার ট্রেড ভিজিটর এবং ২৫০ এর বেশি এক্সিবিউটরস অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ভারতের স্বনামধন্য মেডিকেল অক্সিজেন গ্যাস প্লান্ট স্থাপনকারী প্রতিষ্ঠান এমভিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করেছে। আইসিসিবি’র ২ নং হলের এম১৬৫ বুথে এমভিএস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নানা তথ্য জানা যাচ্ছে।

১৯৭৭ সাল থেকে এমভিএস ইঞ্জিনিয়ারিং ৬০টির বেশি দেশে ৮ হাজারের বেশি মেডিকেল এয়ার ও গ্যাস সরঞ্জাম সরবরাহ করেছে। বাংলাদেশে এমভিএস ইঞ্জিনিয়ারিং এর একমাত্র মনোনীত পরিবেশক ইজিমেডিক হেলথকেয়ার। সম্প্রতি দিল্লিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ইজিমেডিক হেলথকেয়ার বাংলাদেশে যেকোন হাসপাতালে এমভিএস ইঞ্জিনিয়ারিং এর কারিগরী সহায়তায় অক্সিজেন প্লান্ট স্থাপন করতে পারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইঞ্জিনিয়ারিং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ