Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ছিনতাইয়ের কবলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থী

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরীর বালুচর এলাকায় ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীকে ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গত শনিবার রাত ১১টার দিকে বালুচর পয়েন্টে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার রাতে ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী সজিব ও সরবিতা দত্ত নগরী থেকে রিকশাযোগে কলেজ ক্যাম্পাসে ফিরছিলেন। তারা বালুচর পয়েন্টে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। পরে ছুরি ধরে সজিবের সঙ্গে থাকা দুটি মোবাইল ও একটি মানিব্যাগ এবং সরবিতার সাথে থাকা আরো দুটি মোবাইল ফোন ও তার ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইয়ের কবলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ