Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের মেশিনারি ও পণ্য প্রদর্শনী

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের মেশিনারি ও পণ্য প্রদর্শনী সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের এআর কমিউনিটি সেন্টারে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে। বাউশিমাস সৈয়দপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, মহসচিব সাব্বির আহম্মদ, নাঈম আনছারী প্রমুখ। এর আগে এক সচেতনামূলক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক। বক্তারা সৈয়দপুরের ইঞ্জিনিয়ারিং শিল্প সম্প্রসারণ ও পণ্য বাজারজাতকরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। দুই দিনব্যাপী এই শিল্প ও পণ্য প্রদর্শনীতে মোট ২৫টি স্টল স্থান পায়। এই জনপদে এ ধরনের আয়োজন প্রথম হওয়ায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের মেশিনারি ও পণ্য প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ