মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে নতুন করে আবার করোনা সংক্রমণ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৪৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১২ জনই কেরালা রাজ্যের। দেশজুড়ে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৪২ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৩১ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১ দশমিক ৭৩ শতাংশ।
ভারতীয় আরেক গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন করে ২৬ জনের মৃত্যুর পর ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৪২৯ জনে। ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ২৭১ জন। দেশটিতে করোনায় মৃত্যুহার রেকর্ড করা হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতে করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২১৭ কোটি ১১ লাখ টিকা দেওয়া হয়েছে।
এদিকে করোনার আপডেট বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৪ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ১০০ জন কম। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জন মারা গেছেন। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।