Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার ড্রাগ ডিলারের চরিত্রে বাঁধন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২ এএম

অভিনয়ের প্রয়োজনে প্রতিবারই ভিন্ন ভিন্ন লুকে চমকে দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি প্রথমবারের মতো দেশীয় ওয়েব সিরিজে নাম লেখিয়েছেন তিনি। ‘গুটি’ শিরোনামের এই সিরিজে ড্রাগ ডিলারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে। ‘গুটি’-তে কেমন রূপে পর্দায় হাজির হবেন বাঁধন তা প্রকাশ্যে এসেছে। এর আগে এমন লুকে তাকে আর দেখা যায়নি।

জানা গেছে, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘গুটি’ শিরোনামের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। যার প্রধান চরিত্র সুলতানা হচ্ছেন আজমেরী হক বাঁধন।

ওয়েব সিরিজটিতে নিজের লুকের বিবরণ দিয়ে বাঁধন বলেন, ‘ইভেন একদম প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরা আমি করেছিলাম। কী ওড়না পরব, কী রঙের কাপড় পরব, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে এগুলো নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলে; চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল, সেটার কস্টিউমও আমি করেছিলাম।’

নির্মাতা শঙ্খ দাসগুপ্ত বলছেন, ‘আমরা যে যে অঞ্চলগুলোতে শ্যুট করব সেখানকার লোকাল আর্টিস্টদের কাস্ট করা হয়েছে। রিজিওনাল জায়গা থেকেও যেন এর একটা আলাদা এক্সেপ্টেন্স তৈরি হয় সেটাও আমরা খেয়াল রাখছি। এখন টেকনিক্যালি কাজটাকে কতটা ডিভাইস করা যায় সেদিকেই আমাদের সবার খেয়াল।’

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন লোকেশনে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ হবে বলেও জানান এই নির্মাতা। তবে ‘গুটি’ ওয়েব সিরিজে আজমেরী হক বাঁধন ছাড়া আর কারা অভিনয় করেছেন তা রহস্যবৃত রেখেছেন পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ