Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিনিধি দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গোপন সফরে ইসরাইল গিয়েছে পাকিস্তান ও ইন্দোনেশিয়া প্রতিনিধি দল। পাকিস্তানি দলের নেতৃত্বে আছেন পাকিস্তানি-আমেরিকান নাসিম আশরাফ। তিনি দেশটির সাবেক পারভেজ মোশাররফ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই সফরে পাকিস্তানি প্রতিনিধিদল সমগ্র ইসরাইল ঘুরবেন। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথেও বৈঠকের কথা রয়েছে তাদের। পাকিস্তানি মিডিয়ার বরাত দিয়ে এমন খবরই দিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, করাচিভিত্তিক একজন সাংবাদিকও রয়েছেন এই প্রতিনিধি দলের সাথে। এর আগে গত জুন মাসে পাকিস্তানি সাংবাদিক আহমেদ কুরাইশি ইসরাইল সফর করে চাকরি হারিয়েছিলেন। সেই সফর নিয়ে বিতর্কের পর আবার এই নতুন পাকিস্তানি দলের ইসরাইল সফরের খবর পাওয়া গেলো। একইসাথে ইন্দোনেশিয়ার উর্ধতন কর্মকর্তাদের একটি দলও বর্তমানে ইসরাইল সফরে রয়েছেন। ফলে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সাথে ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। জেরুজালেম পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ