Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সাথে চিরতরে যোগদিতে প্রস্তুত খেরসনের জনগণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৯ পিএম

খেরসন অঞ্চলের জনগণ ওই অঞ্চলে রাশিয়ান সরকারকে চিরতরে রাখার জন্য গণভোটে ভোট দিতে প্রস্তুত, খেরসন অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমাসভ সোমবার এ তথ্য জানিয়েছেন।

‘খেরসন অঞ্চলের বাসিন্দারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আত্মনিয়ন্ত্রণের জন্য বলেছে। তারা একটি গণভোটে ভোট দিতে প্রস্তুত, যদি নিরাপত্তার নিশ্চয়তা থাকে এবং রাশিয়া চিরকাল এখানে থাকবে বলে নিশ্চয়তা দেয়,’ তিনি বলেন।

এর আগে, ইউনাইটেড রাশিয়া পার্টির জেনারেল কাউন্সিলের সেক্রেটারি আন্দ্রে তুরচাক বলেছিলেন, ৪ নভেম্বর রাশিয়ায় যোগদানের জন্য গণভোট আয়োজন করা উপযুক্ত হবে। এ বিষয়ে মন্তব্য করতে যেয়ে স্ট্রেমাসভ বলেন যে, কর্তৃপক্ষ খেরসন অঞ্চল এটির জন্য প্রস্তুত হবে।

খেরসন অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণে এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের সীমান্তে অবস্থিত। মার্চের মাঝামাঝি, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে, অঞ্চলটি রাশিয়ান সেনাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এপ্রিলের শেষে এই অঞ্চলে সামরিক-বেসামরিক প্রশাসন গঠিত হয়। অঞ্চলটির কর্তৃপক্ষ বারবার ঘোষণা করেছে যে, অঞ্চলটি রাশিয়ায় যোগ দিতে চায়। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ