Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিয়মিত বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১:২২ পিএম

নিয়মিত বেতনের দাবিতে তেজগাঁও এলাকায় বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা আন্দোলন করছেন। এ কারণে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান এ বিষয়ে জানান, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি।

শ্রমিকরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। আবার বেতন দিলেও সেখান থেকে বিভিন্ন কারণে টাকা কেটে ফেলা হয়। কী কারণে টাকা কাটা হয় তাও তারা বলে না। প্রতিবাদ করলে করা হয় নির্যাতন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ