বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার হিলি স্থলবন্দরে চলতি অর্থ বছরের গত ২ মাসে আমদানিকৃত বিভিন্ন ধরনের পণ্য থেকে শুল্ক বিভাগ ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা রাজস্ব আদায় করেছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর কাষ্টমস বিভাগের সহকারী কমিশনার শুকান্ত কুমার দাস আজ সোমবার দুপুর ২টায় তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, চলতি অর্থ বছরে হিলি স্থলবন্দরে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থ বছরের শুরুতেই গত ২ মাস জুলাই-আগস্টে এই স্থলবন্দর দিয়ে ২ লাখ ২১ হাজার ৫৫ টন বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আমদানি করা হয়। আমানিকৃত পণ্য থেকে ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১০ কোটি টাকা গত ২ মাসে রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান, বর্তমানে অনুকূল পরিবেশ থাকায় আমদানিকারকরা এই স্থলবন্দর দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য আমদানি চলমান রয়েছে। এভাবেই আমদানি কার্যক্রম চলমান রাখতে তারা সক্রিয় রয়েছেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।