Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব আদায়ে শীর্ষে ডিএনসিসি

বকেয়ায় শীর্ষে চসিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

পৌর কর আদায়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অপর দিকে বকেয়ায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। দেশের ১২টি সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব ( পৌর কর) আদায় ও বকেয়ার তথ্য তুলে ধরেছেন স্থানীয় সরকার পল্লী উনড়বয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশেড়বাত্তর থেকে এ তথ্য জানা যায়। এর আগে সকাল ১১টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আদায় করেছে ৩৪২ কোটি ৯৬ লাখ। যা অন্যান্য সিটি করপোরেশনের মধ্যে শীর্ষে। অন্যদিকে বকেয়া থাকা করের ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের বকেয়া ১৭৫ কোটি ৩২ লাখ টাকা। সিটি করপোরেশনগুলোতে মোট ৯৫৯ কোটি ১২ লাখ টাকা কর আদায় হয়েছে, আর বকেয়া কর রয়েছে ৫০৯ কোটি ৪৬ লাখ টাকা।
স্থানীয় সরকার মন্ত্রী রাজস্ব আদায়ের তথ্য বিবরণিতে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর আদায় করেছে ৩৪২ কোটি ৯৬ হাজার টাকা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৫৭ কোটি ২৭ লাখ টাকা, নারায়গঞ্জ সিটি করপোরেশন ২৯ কোটি ৩০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ১০ কোটি ১১ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১৫৭ কোটি ৯২ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৩১ কোটি ১৭ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ৩৫ কোটি ৭ হাজার টাকা, সিলেট সিটি করপোরেশন ৪৩ কোটি ৬০ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ১০ কোটি ১৬ লাখ টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ৮ কোটি ১৬ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ১৬ কোটি ৬২ হাজার টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ কোটি ৭৮ লাখ টাকা। এই ১২টি সিটি করপোরেশনের মোট আদায়কৃত কর ৯৫৯ কোটি ১২ লাখ টাকা।
অপরদিকে, বকেয় কর এর তথ্য বিবরণীতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫৭ কোটি ৪ হাজার টাকা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯২ কোটি ৭৩ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৩৫ কোটি ৩৪ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ৪৮ কোটি ৪৩ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১৭৫ কোটি ৩২ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ২০ কোটি ৮২ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ২ কোটি ৩০ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৩০ কোটি ২৩ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ১২ কোটি ৪৬ লাখ টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ৫ কোটি ২৯ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ২০ কোটি ৬ হাজার টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ৯ কোটি ৪৪ লাখ টাকা। মোট ৫০৯ কোটি ৪৬ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজস্ব আদায়ে শীর্ষে ডিএনসিসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ