বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদায়ী অর্থবছরে কাস্টম হাউসের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম এসব তথ্য জানিয়েছেন। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রাজস্ব বকেয়া পড়েছে ৩ হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা।
পেট্রোবাংলার কাছে ৩ হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ টাকা, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে ৫ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।
কাস্টম কর্মকর্তারা বলছেন, বকেয়া বাদে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৮০ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।
বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা। গেলো বছরের থেকে এ বছর বকেয়াসহ বেশি আদায় হয়েছে ১১ হাজার ৫৬৪ কোটি টাকা। আর বকেয়াসহ প্রবৃদ্ধি ২২ দশমিক ৪২ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।