নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : চিটাগাং ভাইকিংসকে হারিয়ে রাজশাহী কিংস যখন করছে উৎসব, তখন গ্র্যান্ড স্ট্যান্ডে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ঢাকা ডায়নামাইটসের একদল সমর্থকের সঙ্গে কর্তব্যরত পুলিশের হাতাহাতির দৃশ্য দূর থেকে গেছে দেখা। প্লেয়ার্স ড্রেসিং রুমের ঠিক ওপরের অংশে নিরাপত্তা দেয়ার দায়িত্বে নিয়োজিত পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মিরপুর স্টেডিয়াম চত্বরে জড়ো হয়ে পুলিশ এক পর্যায়ে দায়িত্ব পালনে অপরাগতাও প্রকাশ করে। বিচ্ছিন্নভাবে ক্ষোভের কথা প্রকাশ করে পুলিশ। পরিস্থিতির মুখে সিসিটিভিতে ধারণকৃত ওই ভিডিও দেখে অপরাধী সনাক্ত করেছেন পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। তবে এই ঘটনায় বিসিবির নিরাপত্তা কমিটি এবং পুলিশের পক্ষ থেকে পৃথক অভিযোগ শোনা গেছে। এক পক্ষের দাবি, ঢাকা ডায়নামাইটসের সমর্থকরা গ্র্যান্ড স্ট্যান্ডের সামনের অংশে বসতে চেয়েছিল। সেখানে আগে থেকে বসেছিল নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত একদল পুলিশ সদস্য। ঢাকার সমর্থকরা এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে অনুরোধ করে প্রত্যাখ্যাত হলে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অন্য পক্ষের দাবি, ড্রেসিংরুমে ফেরার সময় গেইলের সঙ্গে হাত মেলানো এবং সেলফি তুলতে চেয়েছিল ড্রেসিং রুমের ওপরে থাকা একদল দর্শক। তাতে বাধা দেয়ায় পুলিশের ওপর তারা হাত তুলেছে তারা। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তাÑ‘ এ ব্যাপারটা আসলে কী তা তদন্ত করে দেখা হচ্ছে।’ দু’পক্ষের অভিযোগ শুনে বিষয়টি মিটমাটের উদ্যোগ নিয়েছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘দুই পক্ষেরই সঙ্গেই বসা হয়েছে এবং তাদের বক্তব্য শুনছি আমরা। বিষয়টা যাতে সুষ্ঠু সমাধান হয় সে জন্য আমরা বেশ চেষ্টা চালাচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।