Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের গ্র্যান্ডমাস্টার ললিতকে রুখে দিল ফিদে মাস্টার মালেক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

২০১৫ সালে চট্টগ্রামে প্রথমবারের মতো আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেবার দুইজন বিদেশি দাবাড়– ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। কিন্তু এবার আরো বড় পরিসরে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট গতকাল সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। প্রথম দিনে চট্টগ্রামের ফিদে মাস্টার আবদুল মালেক অঘটন ঘটিয়েছে ভারতের গ্র্যান্ডমাস্টার ললিত বাবুর বিরুদ্ধে। এ দুই দাবাড়–র মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী বুদ্ধির লড়াইয়ে ২৬তম চালে আবদুল মালেক ললিত বাবুর সাথে ড্র করেছে। এ টুর্নামেন্টে যাদের র‌্যাটিং পয়েন্ট ২১শ’র উপরে তারাই কেবল সুযোগ পাচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর জর্জিয়ায় শুরু হতে যাওয়া দাবা অলিম্পিয়াডের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে এ টুর্নামেন্টকে। গ্র্যান্ডমাস্টার, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার দাবাড়–দের এ টুর্নামেন্ট শুরু হলেও কিন্তু হয়নি কোন উদ্বোধন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সেক্রেটারী ও সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, উদ্বোধন হওয়ার কথা থাকলেও আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্র্যান্ডমাস্টার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ