Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৭ পিএম

জেলার সদর উপজেলায় আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্রুতগতির বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ রোববার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর শহর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের বড় কালিবাড়ী এলাকার সত্যেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর শহর বাইপাস এলাকায় সত্যেন্দ্র- সুনীতি দম্পতি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।
বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ