বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাকসুদুল হক (৫৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও টু ভালুকা সড়কের কৃষ্ণবাজার এলাকায়। মাকসুদুল হক উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের বাসিন্দা ও মাইজবাড়ী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদরাসা শিক্ষক মাকছুদুল হক ও তার প্রতিবেশী হেলাল উদ্দিন গফরগাঁও টু ভালুকা সড়কে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে সবজে আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির গফরগাঁও বাজারে দিকে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে মাদরাসা শিক্ষক মাকসুদুল হক রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা সিএনজি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিক্ষক মাকছুদুল হক, হেলাল উদ্দিন ও মোটরসাইকেল চালক শিক্ষক হুমায়ুন কবিরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক মাকছুদুল হককে মৃত ঘোষণা করেন এবং হেলাল উদ্দিন ও হুমায়ুন কবিরকে হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।