মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ফিলিস্তিনের প্রতি ইসরাইলি সরকারের নীতির কারণে দেশটি বিপজ্জনক স্থানে পরিণত হচ্ছে। গত রোববার ব্রুকিংস ইনস্টিটিউটের বার্ষিক সাবান ফোরামের বৈঠকে সাংবাদিক ও শ্রোতাদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। কেরি জানান, দীর্ঘকালীন শান্তি প্রক্রিয়া আরও খারাপের দিকে যাচ্ছে এবং ভুল পথে পরিচালিত হচ্ছে। সাবান ফোরাম হলো সেন্টার ফর মিডল ইস্ট পলিসি পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে বার্ষিক আলোচনা সমাবেশ। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের নেতাদের মধ্যে এখানে আলোচনা হয়। কেরি জানান, ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল আরও বিপজ্জনক হয়ে উঠছে। তার এ বক্তব্যের সমালোচনা করে টাইমস অব ইসরাইল অনলাইন। সেখানে কেরির এ মন্তব্যকে যন্ত্রণাদায়ক তিরস্কার বলে উল্লেখ করা হয়েছে। কেরির মন্তব্যের আগে ওই অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে অংশ নেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে পশ্চিমাদের ‘মন্দ’ পরমাণু চুক্তি বিষয়ে তার সঙ্গে তিনি আলোচনা করবেন। তিনি বলেন, আমি এ চুক্তির বিরোধী, কারণ তাতে ইরানের পরমাণুকে হঠানো যাচ্ছে না। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।