Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উত্তরপ্রদেশে মাদরাসার জরিপ, চলতে পারে বুলডোজার!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৬ এএম

সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্যে সরকারি অনুদান ছাড়া যে সব মাদরাসা আছে, তাদের জরিপ হবে। সেখানে জানতে চাওয়া হবে, মাদরাসা চালানোর টাকা কোথা থেকে আসে, কী পড়ানো হয় সেখানে, কতজন শিক্ষক আছেন, কারা এই মাদরাসার সঙ্গে যুক্ত ইত্যাদি। আগামী ৫ অক্টোবরের মধ্যে জরিপ শেষ করতে হবে। ২৫ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে।

উত্তরপ্রদেশে মোট ১৬ হাজার ৪৬১টি মাদরাসা আছে। যার মধ্যে ৫৬০টি মাদ্রাসা সরকারি অনুদান পায়। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নতুন করে কোনো মাদরাসাকে সরকারি অনুদান দেয়া হয়নি।

উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আসামে ইতিমধ্যেই একাধিক মাদরাসা বুলডোজার পাঠিয়ে ভেঙে দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার। একই কাজ উত্তরপ্রদেশে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অসমীয়া প্রতিদিনের দিল্লি ব্যুরোর প্রধান আশিস গুপ্ত বলেন, 'সরকার যুক্তি দেখিয়েছে, ওই মাদরাসায় বাইরে থেকে মানুষ আসতেন. জেহাদি কাজকারবার হতো। বাংলাদেশ থেকেও সন্দেহজনক মানুষের আনাগোনা ছিল। জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক বলে তা ভেঙে দেওয়া হয়েছে।'

এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উত্তরপ্রদেশে মাদরাসার সঙ্গে যুক্তরা। তবে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী দানিশ আনসারির দাবি, যোগী সরকার গত পাঁচ বছরে কোনো মাদরাসায় বুলডোজার পাঠায়নি। ভবিষ্যতেও পাঠাবে না। সরকার মাদরাসাগুলোকে মূল ধারায় নিয়ে আসতে চায়। তাই সমীক্ষা হচ্ছে।

প্রবীণ সাংবাদিক ও উত্তরপ্রদেশ বিশেষজ্ঞ শরদ গুপ্তা বলেছেন, 'শুধু মাদরাসা কেন, কোনো জায়গায় বিচারবিভাগের অনুমোদন ছাড়া বুলডোজার পাঠানো যায় না। প্রশাসন কোনোভাবে অভিযোগের বিচার করতে পারে না। তার জন্য বিচারবিভাগ আছে।'

এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, 'সংবিধানের ৩০ অনুচ্ছেদ থেকে পাওয়া অধিকার অনুসারে মাদরাসা সঞ্চালিত হয়। রাজ্য সরকার এখন মাদরাসার কাজে হস্তক্ষেপ করতে চায়। তাই তারা এই জরিপ করাচ্ছে।'

বিজনৌরে মাদরাসার সঙ্গে যুক্ত শামিম আহমেদ কাজি বলেছেন, 'মাদ্রাসায় ইসলামের ধর্মগ্রন্থ, আরবি, ফারসি পড়ানো হয়। সরকার জরিপ করতেই পারে। তবে তাদের মনসা ঠিক হওয়া উচিত।'

জমিয়তের প্রধান মৌলানা আরশাদ মাদানি বলেন, 'সরকারের সমীক্ষায় কোনো অসুবিধা নেই। সরকার সমীক্ষা করতেই পারে। কিন্তু মাদরাসার বিষয়ে সরকার যেন কোনো হস্তক্ষেপ না করে।'

শরদ গুপ্তার মতে, 'শুধু মাদ্রাসাকে আলাদা করে বেছে নেয়া হচ্ছে কেন? সরকার সব বেসরকারি স্কুল নিয়ে সমীক্ষা করুক। কোথা থেকে টাকা আসছে, কতজন শিক্ষক আছে, কত টাকা দিতে হয়, লাভের অর্থ কোথায় যায়, সব দেখুক। কিন্তু একটি সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান যখন বেছে নেয়া হয়, তখন বিতর্ক হতে বাধ্য।'

আশিসও মনে করেন, 'কোনো মাদরাসায় যদি জেহাদিরা থাকে, সেই প্রমাণ যদি সরকারের কাছে থাকে, তখন উপযুক্ত ব্যবস্থা নিক সরকার। তারা সমীক্ষা করতেই পারে। কিন্তু তার থেকে যেন সংখ্যালঘুদের মনে আশঙ্কা তৈরি না হয়।' সূত্র: ডয়চে ভেলে



 

Show all comments
  • jack ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১:০৮ পিএম says : 0
    ও আল্লাহ মোদি বর্বর হিন্দুত্ববাদী সরকারের উপর তুমি বুলডুজার চালাও আজকে বাংলাদেশে যদি আল্লাহর আইন দিয়ে চলত ইন্ডিয়ার বাপের সাহস হতো না মুসলিমদের উপরে অত্যাচার করা মিডিল ইস্টের তাগুত সরকাররা লক্ষ্য লক্ষ্য ইন্ডিয়ার লোক কে চাকরি দিয়েছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে ইন্ডিয়াতে পাঠায় ইন্ডিয়ার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে সব যদি বন্ধ করে দেয় বাংলাদেশ ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ লোকের চাকরি করে ইন্ডিয়া আমাদের সরকারকে বাঁচিয়ে রেখেছে আমাদের পড়ে অত্যাচার করার জন্য আমাদের দেশটাকে ইন্ডিয়ার কাছে বিনা পয়সায় বিক্রি করে দিয়েছেন এগোলাম পদলেহী সরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ