Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০ বছর পর সমাহিত করা হলো পার্ল হারবার হামলায় নিহত সেনাকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৫ এএম

১৯৩৯ সালে শুরু হয়ে ১৯৪৫ সাল পর্যন্ত গড়ায় দ্বিতীয় পর্যন্ত। সেই যুদ্ধে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওপর একটি ভয়ানক আক্রমণ হয়। যেটি পার্ল হারবার আক্রমণ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ওপর সেই আক্রমণের পেছনে ছিল জাপান।
পার্ল হারবার হামলায় এখনও চলছে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ। সেই কাজেরই অংশ হিসেবে এই হামলায় শহীদ হওয়া ২১ বছর বয়সী এক সেনার মরদেহ সম্প্রতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে সমাহিত করা হয়।
প্রায় ৮০ বছর পর শনাক্ত হওয়া ওই মার্কিন সেনার নাম হারবার্ট জ্যাকোবসন। তিনি মার্কিন নৌ-বাহিনীতে কর্মরত ছিলেন।
জ্যাকোবসনের ভাগ্নে ব্র্যাড ম্যাকডোনাল্ড বলেছেন, ‘বিষয়টি এক ধরনের অমীমাংসিত রহস্য ছিল। কিন্তু এখন আমরা এর সমাধান পেয়েছি’।
দীর্ঘ অনেকগুলো বছর জ্যাকোবসনকে নিখোঁজের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু এবার আর্লিংটন জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্ব যে ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে তা বর্ণনা করা সহজ নয়। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলে। বিশ্বের চার কোটি মানুষ সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও এর আসল সংখ্যা আরও অনেক বেশি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে মানুষের ঠিক বেরিয়ে আশার আগেই ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ