Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের আগে সিংহাসনে সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই ছিলেন শীর্ষে। এবার প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। যদিও যতটা না নিজের কৃতিত্বে, তার চেয়ে বেশি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যর্থতায়। র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ গতকালই প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী। তবে এশিয়া কাপের ব্যর্থতাই তাঁকে এ ধাপ নিচে নামিয়ে এনেছে। নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।

অন্যদিকে এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন সাকিব। সাকিব-নবীর ভাবনার কারণ হতে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। স¤প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বল হাতে ৯ উইকেট ও ব্যাট হাতে ৬৬ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এই সংস্করণে গত বছরের অক্টোবরে সবশেষ শীর্ষে ছিলেন তিনি। সেবারও টি-টোয়েন্টি বিশ^কাপের ঠিক আগে আগে শীর্ষে ফিরেছিলেন দেশের ক্রিকেটের সবাচাইতে বড় এই বিজ্ঞাপন।
বোলারদের র‌্যাঙ্কিংয়ের তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন তালিকার ছয় নম্বরে। অলরাউন্ডারের তালিকায় এগিয়েছেন সাত ধাপ। ১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চার নম্বরে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো করলে তাই সাকিব-নবীদের পেছনে ফেলার সুযোগ আছে হাসারাঙ্গার সামনে। হাসারাঙ্গা যে ফর্মে রয়েছেন তাতে কে জানে, এমন কিছু হয়েও যেতে পারে।
১ হাজার ২০ দিন পর পাওয়া সেঞ্চুরির প্রভাব পড়েছে বিরাট কোহলির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। ১৪ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আছেন ১৫ নম্বরে।
এশিয়া কাপ ফাইনালে ৪৯ বলে ৫৫ রানের ইনিংস নিয়ে সমালোচনার মুখে পড়লেও শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাজে ফর্মের কারণে এইডেন মার্করামের কাছে তালিকার দুই নম্বর জায়গা হারিয়েছেন বাবর আজম। আছেন তালিকার তিন নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ