মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের বারানসিতে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপি মসজিদ নিয়ে মামলার ভবিষ্যৎ নিয়ে আজ সোমবার দেশটির আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। অবশেষে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন বারানসি আদালত।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বারানসির জেলা আদালত জ্ঞানবাপি মসজিদে হিন্দু দেবদেবীদের প্রতিদিনের উপাসনার অনুমতির চেয়ে হিন্দু উপাসকদের আবেদনকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান কমিটির আবেদন প্রত্যাখ্যান করেন।
জেলা বিচারক এ কে বিশ্বেশের সিঙ্গেল বেঞ্চ জ্ঞানবাপি মামলার রায় প্রদান করেন।
মুসলিম পক্ষের প্রতিনিধি আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির তরফে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে। হিন্দু পক্ষের কৌঁসুলি মান ভাদুর সিংহ জানান, মুসলিম পক্ষের আবেদন খারিজ করা হয়েছে আদালতে।
সংবেদনশীল এই মামলা নিয়ে গত কয়েকদিন ধরেই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। আদালতের রায় প্রকাশের আগে উত্তরপ্রদেশের সমস্ত সংবেদনশীল এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।
দেশটির পুলিশ সূত্রে খবর, অনাবরত টহল চলছে। অঞ্চলে শান্তি বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। একদিন আগেই বারাসির একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা। এমনকি, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হোটেল - লজ গেস্ট হাউসে কারা আসছেন, যাচ্ছেন, তার উপর নজর রাখা হয়।
কেন গুরুত্বপূর্ণ এই মামলা
কাশী বিশ্বনাথ মন্দির পাশে বিখ্যাত জ্ঞানবাপি মসজিদের অভ্যন্তরে উপাসনার অধিকার চেয়ে পাঁচ হিন্দু নারী মামলা করেন। তারপর থেকেই এই ইস্যু নিয়ে অনেকটা উত্তাল ভারত।
হিন্দুপক্ষের দাবি, মসজিদ চত্বরে শিবলিঙ্গ মিলেছে। তবে মুসলিম পক্ষের দাবি, এমন কিছুই পাওয়া যায়নি। এখন এই মামলাটি আদৌ চালিয়ে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানান বারানসি আদালত। জেলা বিচারক এ কে বিশ্বেশা এই মামলার ভবিষ্যৎ নিয়ে রায় দিলেন।
২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ হিন্দু নারী মসজিদের ভেতরে দেবদেবীর মূর্তির অস্তিত্ব আছে বলে দাবি করেন ও সেখানে পুজো করার অনুমতি চান আদালতে।
এর পর এই নিয়ে বারানসি দায়রা আদালতে মামলা হয়। এই মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করার এক মাস আগে, বারানসি দেওয়ানি আদালত জ্ঞানবাপি মসজিদের ভেতর চিত্রগ্রহণ করতে নির্দেশ দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।