Inqilab Logo

বৃহস্পতিবার ১০ অক্টােবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ০৬ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫১ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন রনক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনক মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। চলতি বছর মশান মাধ্যমিক বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে চালিয়ে রনক মিরপুরের দিকে রওনা হয়। সে মশান বাজারে পৌঁছালে একটি ভ্যানকে ওভারটেক করতে যায়। তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার্থী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ