গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে পঁচিশ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন। গতবার এই শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ২৭ হাজার ৫২০ জন। গতকাল দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে ২২৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন। এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৬ হাজার ৫৯০ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ২৭৮ জন। পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, এবার রাজশাহী বোর্ডে ২ হাজার ৬১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭৯ হাজার ৭৬৬ জন ছাত্র এবং ৭২ হাজার ৮০০ জন ছাত্রী। ভিজিলেন্স ও ঝটিকা দলও গঠন করা হয়েছে। কেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানোসহ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, জানান তিনি। এদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।