বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : সারা দেশের মতো আজ থেকে বরিশাল শক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ৬টি জেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৮২ হাজার ২৪৩ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী জেলার ১৪৬ টি কেন্দ্রে এবারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার বরিশাল শিক্ষা বোর্ডে ১৪টি কেন্দ্র সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বোর্ডের অধীন ১ হাজার ৩৯০ টি মাধ্যমিক বিদ্যালয় থেয়ে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
চলতি বছর বরিশাল বোর্ডে পরীক্ষার্থীদের মধ্যে ৭১ হাজার ৫৪৩ জন নিয়মিত ও ১০ হাজার ৫৬৮ জন অনিয়মিত পরীক্ষার্থী। বরিশা জেলায় ৫৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮ হাজার ৭৬০ জন। ঝালকাঠী জেলায় ১৭ কেন্দ্রে ৭ হাজার ৫৭০ জন পরীক্ষার্থী। পিরোজপুর জেলায় কেন্দ্র সংখ্যা ১৯টি। পরীক্ষার্থী ১১ হাজার ৪৪ জন। পটুয়াখালী জেলায় ২৫ কেন্দ্রে ৮ হাজার ১০৯ জন ছাত্র ও ৬ হাজার ৯১৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। বরগুনা জেলায় কেন্দ্র্র সংখ্যা ১৪টি। পরীক্ষার্র্থী ৮ হাজার ৬৪১ জন। এবং ভোলা জেলার ১৮ কেন্দ্রে পরীক্ষার্থী ১১ হাজার ১৯২ জন।
বিভাগ ভিত্তিক পরীক্ষার্থী হচ্ছে মানবিক বিভাগে ৩৩ হাজার ৯০১ জন, বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯৩৮ জন এবং বাণিজ্য বিভাগে ২৮ হাজার ৩৫৯ জন।
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ আলমগীর। এবারো বোর্ডের পক্ষ থেকে ৯টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।