বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় ধীরেন্দ্র নাথ বালা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০সেপ্টেম্বর) সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ সাদিক ঘটনার সত্যতা নিশলচিত করেন।
নিহত ধীরেন্দ্র নাথ বালা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত দূর্লভ বালার ছেলে।
স্থানীয় ও। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র নাথ বালা ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন।
দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পুরুরা বটতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সালথা সদর বাজার থেকে আসা একজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করেন।
ঢাকা নেওয়ার পথে মুন্সিগঞ্জের জেলা শ্রীনগর পৌছালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক গনমমাধ্যম কে বলেন, ধীরেন্দ্র নাথ বালা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। যদি তার পরিবারের লোক কোন অভিযোগ দায়ের করেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।