বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের সিংড়ায় বালি বোঝাই ট্রলির চাপায় আইয়ুব আলী (৩২) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে এবং চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক। সোমবার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিভিন্ন স্কুলের শিক্ষকরা জানান, মাটি আর বালি বোঝাই ট্রলির চাপায় গত এক বছরে কমপক্ষে ৭জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মত সোমবার (২৩মে) কর্মস্থলে যাওয়ার সময় চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি বালি বোঝাই ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন আইয়ুব আলী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।