Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে সিএনজিকে বাসের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১০:১০ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৭/০৭/২০২২) বিকেল ৫টা নাগাদ চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট হাইওয়ে থানার উত্তর পাশে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় গেইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিএনজি অটোরিকসা নিয়ে বাড়ীতে আসার সময় পৌঁছলে দক্ষিণ মূখী যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে উল্টো পথে এসে সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজি যাত্রী ছালেহা খাতুন (৬০), শারমিন আক্তার (৩৪) ও ফয়সাল(১০) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছালেহা খাতুনকে মৃত ঘোষনা করে। নিহত নারী উপজেলার কাঞ্চননগর ইউপির ডাঃ ইছহাক বাড়ীর মৃত মুহাম্মদ ইউনুছের স্ত্রী। আহত অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য- প্রতিদিন রোগ ডিভাইডার বিহীন নির্মিত এ মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ