Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অর্ধেক মিয়ানমার হাতছাড়া দাবি এনইউজির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

মিয়ানমারের অর্ধেক অঞ্চল এখন জান্তার হাতছাড়া বলে দাবি করেছে বেসামরিক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। এক বছরের মধ্যে তাদের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং মিত্র জাতিগত বিপ্লবী সংস্থা (ইআরও) যৌথভাবে সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ চালানোর পর অর্ধেক মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এদিকে রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি ‘রোডম্যাপ’ স্বাক্ষর করেছে জান্তা। ইরাবতী। জান্তার বিরুদ্ধে জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার এক বক্তৃতায় এনইউজির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডুয়া লাশি লা বলেছেন, পিডিএফ ও ইআরও’র ক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আঞ্চলিক আধিপত্যের ক্ষেত্রে জান্তার কাছ থেকে দেশের অর্ধেকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।তিনি জানান, এনইউজি দেশব্যাপী ৩০০টিরও বেশি পিডিএফ ব্যাটালিয়ন গঠন করেছে। অন্যান্য টাউনশিপ পাবলিক ডিফেন্স ফোর্স গত বছরে সারা দেশে ৩৩০টির মধ্যে ২৫০ টাউনশিপে গঠন করা হয়েছে। ২৪টি টাউনশিপে এনইউজির জনপ্রশাসন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যা সম্প‚র্ণভাবে প্রতিরোধ শক্তিপক্ষ নিয়ন্ত্রণ করছে। জনপদগুলোর শিক্ষা, স্বাস্থ্য, পৌরসভা এবং সামাজিক পরিষেবাগুলোও এনইউজির নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের রাশিয়া সফরের সময় মঙ্গলবার দুদেশের পরমাণু সহযোগিতার রোডম্যাপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে রাশিয়ার কাছ থেকে আণবিকশক্তি ক্ষেত্রে সহযোগিতা পাবে মিয়ানমার। রোশাটম বলেছে, জান্তাপ্রধানের উপস্থিতিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু করপোরেশন রোশাটমের মহাপরিচালক আলেক্সে লিখাচেভ এবং জান্তা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মায়ো থেইন কাইয়ো এবং ইলেকট্রিক পাওয়ার মন্ত্রী থং হান চুক্তিতে স্বাক্ষর করেন। ইরাবতী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ