মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে কাজাখস্তান যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে একটি রাষ্ট্রীয় সফরে তিনি দেশটিতে যাবেন। আড়াই বছরেরও বেশি সময়ের পর তিনি চীনের বাইরে পা রাখবেন। খবর স্ট্রেইট টাইমস। কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শি জিনপিং ১৪ সেপ্টেম্বর মধ্য কাজাখস্তান সফরের জন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরকালে দুই নেতা বিভিন্ন চুক্তিতে সই করবেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২০ সালের জানুয়ারির পর থেকে শি জিনপিং বিদেশ ভ্রমণ করেননি। যদিও তিনি জুলাইয়ে হংকংয়ে একটি সংক্ষিপ্ত সফর করেছিলেন। এদিকে গত মাসে চীনের মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর করায় ভ‚-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। কারণ তাইওয়ানকে চীন তার ভ‚খÐের অংশ বলে মনে করে। এজন্য চীন তাইওয়ানের বিষয়ে ক‚টনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা করেছে। সে প্রেক্ষিতে এ সফর করছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শি জিনপিং আগামী ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিবেশী উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার একটি বৈঠকে যোগ দেবেন। চীন এ গ্রæপটিকে পশ্চিমা জোটের পাল্টা হিসেবে দেখে। যাতে রাশিয়া, ভারত, পাকিস্তান এবং অন্যান্য মধ্য এশিয়ার দেশও রয়েছে। কিরগিজস্তানের বিশকেকের ওএসসিই একাডেমির সিনিয়র গবেষক মিসেস নিভা ইয়াউ বলেছেন, কাজাখস্তানকে বেছে নেওয়ার বাস্তবিক কারণ হলো চীনের জিনজিয়াং নীতি অব্যাহত রাখার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। কারণ কাজাখস্তান একটি কৌশলগত খনিজ উৎস। এখানে বিশ্বের ৪০ শতাংশ ইউরেনিয়াম রয়েছে, যা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ উন্নত দেশগুলি আগামী দশকগুলোয় শ‚ন্য-কার্বন জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎস হিসাবে পারমাণবিক শক্তির দিকে তাকাচ্ছে। স্ট্রেইট টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।