Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষস্থানীয় নেতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:২০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি ঝানশু। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে- চীনা সরকারের তৃতীয় সর্বোচ্চ নেতা লি আগামী বুধবার থেকে রাশিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করবেন। তার এই সফর ১৭ সেপ্টেম্বর শেষ হবে।

রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম চীনের কোনো শীর্ষস্থানীয় নেতা রাশিয়া সফর করবেন। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

সম্প্রতি বছরগুলোতে আরও কাছাকাছি এসেছে বেইজিং ও মস্কো। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাবের পাল্টা হিসেবে নিজেদের এই সম্পর্ককে ‘সীমাহীন’ বলে আখ্যায়িত করেছে দেশ দুটি।

একইসঙ্গে ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করতে অস্বীকৃতি জানানোয় পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে স্বশাসিত অঞ্চল তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। যার তীব্র সমালোচনা করেছে তাইপে ও যুক্তরাষ্ট্র।

১৯৪৯ সালে একটি গৃহযুদ্ধে বিভক্ত হয়ে যায় চীন ও তাইওয়ান। সম্প্রতি দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্র করতে তৎপরতা চালাচ্ছে বেইজিং। অন্যদিকে, তাইপে নিজেকে বিবেচনা করছে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবেই।

চীন ও তাইওয়ানের মুখোমুখি এই অবস্থানে দ্বীপরাষ্ট্রটিকেই সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। ফলে অঞ্চলটিতে বিরাজ করছে তীব্র উত্তেজনা, যা যে কোনো সময় যুদ্ধেও রূপ নিতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ