মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া থেকে ইউয়ানে তেল-কয়লা কিনছে চীন। ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। তবে এ সময় মস্কোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার হয়েছে। অব্যাহত রয়েছে ব্যবসা-বাণিজ্য। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের কনসালটেন্সি ফেনওয়েই এনার্জি ইনফরমেশন সার্ভিস কোম্পানি জানায়, মার্চে চীনের বেশ কিছু কোম্পানি রাশিয়া থেকে কয়লা কেনার ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করেছে। চলতি মাসেই কিছু কারগো জাহাজ এর প্রথম চালান নিয়ে চীনে পৌঁছাবে। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার পর এটাই মস্কো ও বেইজিংয়ের মধ্যে ইউয়ানে লেনদেনের ঘটনা।
এদিকে এশিয়ার বড় অর্থনীতির দেশটির কাছে তেলও ইউয়ানে বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়ার বিক্রেতারা। তাছাড়া চীনের মুদ্রায় কেনা রাশিয়ার তেলের একটি চালান মে মাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনেকেই মনে করছেন মার্কিন ডলারের জন্য হুমকি হতে পারে চীনের ইউয়ান। যদিও বিশ্বে এখনও ডলারের একক আধিপত্য রয়েছে। ২০১৯ সালে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে ডলার ব্যবহার করা হয় ৮৮ শতাংশ। একই সময়ে ইউয়ান ব্যবহার করা হয় মাত্র চার দশমিক ৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে শত শত বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। এদিকে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ৩০ লাখের বেশি মানুষ। সূত্র : ব্লুমবার্গ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।