Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ সেই শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৮ পিএম

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ সেই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গড়াই নদীর ঘাট হতে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া শিশু কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে নিশ্চিত করেছেন তার মামা।

নিখোঁজ শিশু কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের রমজান আলীর মেয়ে ফাতেমা খাতুন (১০)।

তরুণীর মামা বলেন, শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়া শহরের ঘোটাইঘাট এলাকার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয় ফাতেমা, অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। আজ সোমবার কুমারখালী থানা পুলিশের মাধ্যমে জানতে পারি যে ফাতেমাকে পাংশার গড়াই নদীতে পাওয়া গেছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ট্রিপল নাইনে ফোন পেয়ে জানতে পারেন যে নাদুরিয়া ঘাটে একটি মরদেহ পাওয়া গেছে। পরে বিষয়টি আমাদের জানানো হলে আমরা মরদেহটি উদ্ধার করে নিয়ে আসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ