মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেকারত্ব, বর্ধিত করারোপ এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস। রোববার (৪ সেপ্টেম্বর) রামলীলা ময়দানে আয়োজিত এই সমাবেশে অংশ নেন রাহুল গান্ধিসহ কংগ্রেসের সিনিয়র নেতারা।
দিল্লি ছাড়াও হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকেও কংগ্রেস নেতারা কর্মীরা অংশ নেন এই সমাবেশে। কেন্দ্রের ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভ জানিয়ে রাহুল গান্ধি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি চাপ সৃষ্টি করা হচ্ছে বিরোধী দলগুলোর ওপর, এমন অভিযোগও করেন রাহুল।
এই কংগ্রেস নেতা আরও বলেন, সাধারণ মানুষের মাঝে ভয় বাড়ছে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অপশাসনের কারণে মানুষ ভীত। আমাদের লড়াই ও সমাবেশ সেই অপশাসনের বিরুদ্ধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।