Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:০২ পিএম

বেকারত্ব, বর্ধিত করারোপ এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস। রোববার (৪ সেপ্টেম্বর) রামলীলা ময়দানে আয়োজিত এই সমাবেশে অংশ নেন রাহুল গান্ধিসহ কংগ্রেসের সিনিয়র নেতারা।

দিল্লি ছাড়াও হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকেও কংগ্রেস নেতারা কর্মীরা অংশ নেন এই সমাবেশে। কেন্দ্রের ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভ জানিয়ে রাহুল গান্ধি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি চাপ সৃষ্টি করা হচ্ছে বিরোধী দলগুলোর ওপর, এমন অভিযোগও করেন রাহুল।
এই কংগ্রেস নেতা আরও বলেন, সাধারণ মানুষের মাঝে ভয় বাড়ছে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অপশাসনের কারণে মানুষ ভীত। আমাদের লড়াই ও সমাবেশ সেই অপশাসনের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ