মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরব দিন দিন মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানীতে পরিণত হচ্ছে। সউদীর রাজধানী রিয়াদের একটি আটার গুদাম থেকে ৪ কোটি ৭০ লাখ পিস অ্যামফেটেমিন ট্যাবলেট উদ্ধার করার পর দেশটিকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সউদী আরবে রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য আটক করার পর একথাই পরিষ্কার হচ্ছে যে, সউদী আরব দিন দিন মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। মাদকের চাহিদা বৃদ্ধির কারণে সিরিয়া ও লেবাননের চোরাকারবারীদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠছে দেশটি।
মাদকের বিরাট চালান আটকের পর সউদী কর্তৃপক্ষ এই মাদকের নাম এবং পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। কিন্তু জাতিসংঘ অফিস অ্যামফেটেমিন ট্যাবলেট আটকের কথা জানিয়েছে। রিপোর্টে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, সউদী আরবের তরুণ প্রজন্মের লোকজন সবচেয়ে বেশি মাদক ব্যবহার করে।
সম্প্রতি সউদী গণমাধ্যম দেশটিতে মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। সউদীতে মাদকের চালান প্রসঙ্গে একজন কলামিস্ট বলেছেন, এটি আমাদের বিরুদ্ধে খোলা যুদ্ধ, যা অন্য যেকোনো যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।