Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশের গোরখপুরে অর্ধশতাধিক ওয়ার্ডের ‘মুসলিম শব্দগুলো বদলে গেল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ পিএম

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জারি করা একটি খসড়া সীমাবদ্ধতা আদেশের ফলে প্রায় অর্ধশতাধিক ওয়ার্ডের ‘মুসলিম শব্দযুক্ত নাম’ পরিবর্তন করা হয়েছে। এর কঠোর সমালোচনা করেছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস নেতারা।
গোরখপুরে প্রায় ৮০টি ওয়ার্ড আছে। এই মধ্যে বেশ কয়েকটি আদর্শ ব্যক্তিত্ব এবং বীর যোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে। এই আদেশে মুসলিম শব্দ ‘মিয়া’ হচ্ছে মায়া এবং ‘আলী’ হচ্ছে আর্য।
শনিবার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে এই নতুন নামগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে এক সপ্তাহের মধ্যে জানাতে পারেন এবং তা নিষ্পত্তির পর নামগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
সমাজবাদী পার্টির নেতা এবং ইসমাইলপুরের কর্পোরেটর শাহাব আনসারি অভিযোগ করেছেন যে এই নাম পরিবর্তন রাজনৈতিক মেরুকরণের চেষ্টা।
তিনি বলেন, এই বিষয়ে আজ রোববার দল একটি সভা করবে এবং সোমবার আপত্তি উত্থাপন করার জন্য একটি প্রতিনিধি দল জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করবে।
কংগ্রেস নেতা তালাত আজিজ নাম পরিবর্তনকে অর্থের অপচয় বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘আমি বুঝতে পারছি না যে এই নাম পরিবর্তনের মাধ্যমে সরকার কী অর্জন করবে?’
তবে ভিন্ন মতামত দিয়েছেন মেয়র সীতারাম জয়সওয়াল। তিনি বলেছেন, নতুন নাম গর্বের অনুভূতি জাগায়।
সীতারাম বলেন, আশফাকুল্লাহ খান, শিব সিং চেত্রী, বাবা গম্ভীর নাথ, বাবা রাঘবদাস, ডাঃ রাজেন্দ্র প্রসাদ এবং মদন মোহন মালব্যের মতো ব্যক্তিত্বের নামে ওয়ার্ডগুলোর নামকরণ করা হয়েছে।
মিউনিসিপ্যালকমিশনার অবিনাশ সিং বলেছেন, এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত মুখ্য সচিব, লখনৌয়ের নগর উন্নয়ন দফতরের কাছে আপত্তি পাঠানো যেতে পারে। আপত্তি নিষ্পত্তির পর সীমানা অনুমোদন করা হবে বলে জানান তিনি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শহর গোরখপুরে এখন ৮০টি ওয়ার্ড থাকবে। এর মধ্যে ‘মুসলিম শব্দযুক্ত’ মিয়া বাজার, মুফতিপুর, আলীনগর, তুর্কমানপুর, ইসমাইলপুর, রসুলপুর, হুমায়ুনপুর উত্তর, ঘোসিপূর্ব, দাউদপুর, জাফরা বাজার, কাজিপুর খুর্দ এবং চাক্কাস হোসেইন নামগুলো পরিবর্তন করা হয়েছে।
নাগরিক সংস্থার জারি করা আদেশ অনুসারে, এখন থেকে ‘ইলাহিবাগ’ হবে বন্ধু সিং নগর, ‘ইসমাইলপুর’ সাহাবগঞ্জ এবং ‘জাফরা বাজার’ আত্মা রাম নগর হিসেবে পরিচিত হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

Show all comments
  • jack ali ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫০ পিএম says : 0
    ইন্ডিয়া আমাদের মুসলিমদের করে কিভাবে অত্যাচার করছে ইন্ডিয়া আমাদের বর্ডার শত শত মানুষকে হত্যা করছে ঠান্ডা মাথায় মাদক ঢুকিয়ে দিচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ ইন্ডিয়ানরা কাজ করে আর আমাদের পদলেহী ইন্ডিয়ার গোলাম ওই দেশে গেছে আল্লাহ আমাদের দেশটাকে কোরআন দিয়ে চালাও দেশদ্রোহী সরকারকে ধংস করে দাও আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ