নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ ক্রিকেটে আধিপত্য বজায় রেখে আবারো চ্যাম্পিয়ন হয়েছে ভারতের নারীরা। ব্যাংককে অনুষ্ঠিত আসরের ফাইনালে গতকাল চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে টানা ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগেও দুইবার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সব মিলে আসরের ছয়বারের ইতিহাসে প্রতিবারই চ্যাম্পিয়ন হল ভারতের নারীরা। এ নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হল আসরটি।
টস জিতে মিতালি রাজের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ৬৫ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন রাজ। এছাড়া ঝুলন গোস্বামীই (১৭) কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। আনাম আমিন নেন ২৪ রানে ২ উইকেট। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এই রানই পাহাড়সম হয়ে দাঁড়ায় পাক নারীদের সামনে। অবশ্য ১৬তম ওভারে ৮১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আর কোন উইকেট না হারালেও ১০৪ রানে থেকে যায় বিসমাহ মারুফদের ইনিংস। ২২ রানে ২ উইকেট নেন একতা বিশাথ। ম্যাচ ও সিরিজ সেরার দুই পুরস্কারই গেছে মিতালি রাজের দখলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।