নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মেসি-এমবাপে জুটির দারুণ প্রদর্শনীতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতেকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।এই জয়ের মাধ্যমে ৬ ম্যাচের পাঁচটিতে জয় আর একটিতে ড্র নিয়ে লীগে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে দলটি।
প্রতিপক্ষ হিসেব নঁতে বরাবরই মেসি-নেইমাদের শক্ত পরীক্ষা নিয়েছে।আগের তিন মুখোমুখি লড়াইয়ের দুটিতে হেরেছিল তারা।গত মৌসুমে লিগের দ্বিতীয় দেখায় এই মাঠে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। তার আগের আসরে নেইমারদের তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছিল নঁত।তাই প্রতিপক্ষের মাঠে পিএসজিকে ক্লিয়ার ফেভারিট বলার উপায় ছিলনা।
তবে এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করেই খেলেছে গলতিয়ের শিষ্যরা।আর তাতে নঁতের বিপক্ষে লিড নিতে দেরিয় হয়নিন পিএসজির।১৮ মিনিটে মেসির দুর্দান্ত এক পাস থেকে প্রথম গোলটা করেন এমবাপ্পে। পিছিয়ে পড়া নঁতের দুঃখ আরো বাড়ে যখন ২৪ মিনিটে দলের লেফট ব্যাল ফাবিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।১০ ১০ জনের দল নিয়ে পিএসজির অনবরত আক্রমণ সামাল দিতে পারছিলনা দলটি।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এবারো এসিস্টের ভূমিকায় মেসি।সতীর্থের থ্রু পাস ধরে তিনি ডি-বক্সে ঢুকে ডানে থাকা মেসিকে বল দেন। প্রতিপক্ষের জমাট গার্ডে শর্ট নেওয়ার জায়গা করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছয় গজ বক্সে ফিরতি পাস দেন তিনি। আলতো ছোঁয়ায় সেটি জালে পাঠান এমবাপে।৬৮ মিনিটে ডিফেন্ডার মেন্ডেস দলের তৃতীয় গোলটি করলে নঁতের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়।
জোড়া এসিস্টের ম্যাচে মেসি চাইলে স্কোরশিটেও নাম লেখাতে পারতেন।৮৩তম মিনিটে সহজ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি মেসি। সামনে গোলরক্ষককে একা পেয়েও যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি, কোনোমতে ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি নঁত গোলরক্ষক।
এ ম্যাচে কোচ গলতিয়ের নেইমারকে শুরু থেকে খেলাননি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করা এমবাপের বদলি হিসেবে থাকে মাঠে নামানো হয়।
আগামী ৭ সেপ্টেম্বর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজির এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।